অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে শান্তির জন্য প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হবে : তালিবান


ফাইল ফটোতে তেজদীপ্ত আফগান যোদ্ধারা-রয়টার্স
ফাইল ফটোতে তেজদীপ্ত আফগান যোদ্ধারা-রয়টার্স

যুক্তরাষ্ট্র ও জোটভুক্ত সেনারা, আফগানিস্তান ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, তালিবানরা দ্রুততার সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বহু এলাকা, সীমান্তে বহু কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের স্থান দখলকরে নিয়েছে এবং বহু প্রাদেশিক রাজধানীর প্রতি হুমকি দিয়েছেI

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক অফিসার, জেনারেল মার্ক মাইলি, এ সপ্তাহে পেন্টাগনের সংবাদ সম্মেলনেবলেন, তালিবান কৌশলগতভাবে গতিবেগ সঞ্চার করেছে, এবং তালিবানদের পুরোপুরি ক্ষমতা গ্রহণের বিষয়টিও তিনি নাকচ করে দেন নিI তিনি বলেন "এটা অবশ্যম্ভাবী নয়, তবে আমি মনে করিনা যে এই লড়াই শেষ হয়েছে"I

তিনি বলেন, ২০ বছর আগে যখন তালিবান ক্ষমতায় ছিল, তারা যেভাবে ইসলামী নীতি জোরপূর্বক চাপিয়েছিলো, মেয়েদের শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত করেছিল, মহিলাদের কাজ করতে বাধা দিয়েছিলো, তা এখনো জনগণের মনে আছে, তাই তাদের ফিরে আসার সম্ভাবনায় তারা ভীতসন্ত্রস্তI

হাজার হাজার স্বচ্ছল আফগান জনগণ, সঙ্কট থেকে বাঁচতে ভিসার জন্য আবেদন করেছেনI যুক্তরাষ্ট্র-নেটো জোটের প্রত্যাহার ৮৫%'র বেশি সম্পন্ন প্রায় এবং প্রত্যাহারের দিন ধার্য্য রয়েছে আগস্টের ৩১ তারিখ অব্দিI তালিবান মুখপাত্র শাহীন বলেন, তালিবান অস্ত্র সম্পন্ন করবে তখনি, যখন সকল পক্ষের আলোচনার ভিত্তিতে কাবুলে একটি সরকার গঠন করা হবে এবং গনি সরকারকে অপসারণ করা হবেI

(এপি)

XS
SM
MD
LG