অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নিষিদ্ধ নোটের কারণে বিদেশি দূতাবাসগুলো সমস্যায় পড়েছে


ঠিক এক মাস হল ভারত ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেবার পরে দিল্লির বিদেশি দূতাবাসগুলি বলছে, সাপ্তাহিক যে সামান্য অর্থ ব্যাঙ্ক থেকে তাঁদের তোলবার অনুমতি দেওয়া হয়েছে, তা দিয়ে খরচ চালানো যায় না।

একেকটি দূতাবাস তো মিনি শহরের মত।সবচেয়ে সোচ্চার রুশ রাষ্ট্রদূত, আলেকজান্ডার কাদাকিন তো হুমকি দিয়েছেন, এখানকার মত মস্কোর দূতাবাসের ক্ষেত্রেও যদি সাপ্তাহিক বরাদ্দ ৫০,০০০ রুবলে বেঁধে দেওয়া হয়, কেমন হয় অবস্থাটা?

প্রতিবাদ করেছে ইউক্রেন, সুদান, কাজাকিস্তান ও ইথিওপিয়ার মত দেশগুলিও। সমস্যায় নেপাল আর ভুটানও। সেখানে তো ভারতীয় মুদ্রাও চলে।দূতাবাসগুলির সমস্যা সমাধান না করলে একটা কূটনৈতিক সমস্যা তৈরি হতে চলেছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG