অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি


পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে আজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। গত বুধবার সংজ্ঞাহীন অবস্থায় বুদ্ধদেব বাবুকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল, তবে ভর্তি করার সময় তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে, সুতরাং সাধারণ চিকিৎসাতেই সাড়া মিলেছে। তাঁর বয়স ও দীর্ঘদিনের ফুসফুসের অসুখ ইত্যাদির কথা ভেবে তাঁকে সীমিত সময়ের জন্য যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছিল‌। তবে কাল সকালেই তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়। তার পর তিনি বাড়ির লোকের সঙ্গে অল্প অল্প কথা বলেন। ডাক্তাররা বলেছেন, এই মুহূর্তে সবরকম চিকিৎসাতেই উনি সাড়া দিচ্ছেন, সুতরাং তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলা যায়। যদিও আরও দু'একটা দিন না যাওয়া পর্যন্ত তাঁকে সম্পূর্ণ সংকটমুক্ত বলে আমরা জানাতে পারছি না। তবে তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং এখন ওঁর অবস্থা যেরকম, সেরকমই যদি চলতে থাকে, তা হলে কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG