যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সেই বন্দুকধারীকে একজন সাবেক আমেরিকান সৈন্য হিসেবে চিহ্নিত করেছে যে উইসকন্সিন অঙ্গরাজ্যে একটি শিখ মন্দিরে ছ জন উপাসনাকারীকে হত্যা করেছে।
সোমবার তদন্তকারীরা বলেছেন যে এই লোকের নাম হচ্ছে ওয়েড মাইকেল । তার বয়স ৪০ বছর এবং ১৯৯০ এর দশকে সে ছয় বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছে। তারা বলছেন যে তার শরীরে নানান রকম ট্যাটু রয়েছে যার একটিতে লেখা আছে নাইন ইলেভেন , যে তারিখে ২০০১ সালে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে প্রায় হাজার তিনেক লোককে হত্যা করে।
Milwaukee শহরের কাছে গতকাল সকালে এই গুলি চালনার ঘটনা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ কিংবা ঘৃণাবশত অপরাধ সংঘটনের অংশ হতে পারে। পাগড়ি পরিহিত দাড়িওয়ালা শিখদের যুক্তরাষ্ট্রে অনেকেই মুসলমান হিসেবে ভুল করে থাকে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং , যিনি নিজে একজন শিখ ধর্মাবলম্বী বলেন যে তিনি এই ঘটনায় হতচকিত এবং দুঃখভারাক্রান্ত।
তিনি বলছেন যে ধর্মীয় সমাবেশে মানুষ হত্যার এই উন্মাদনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে দুঃখজনক পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটলো তাতে তিনি মর্মাহত বোধ করছেন এবং আশা করছেন যে এই ঘৃণ্য আক্রমণের পেছনে কারা সেটি আমেরিকান তদন্তকারীরা বের করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামও বলেন যে তিনি এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত। তিনি বলেন যে শিখ সম্প্রদায়ের অবদানে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ বোধ করে।
এ দিকে কর্তৃপক্ষ বলছে যে এই হত্যাকারীকে পুলিশ বন্দুকের গুলিতে তাৎক্ষনিক ভাবে হত্যা করেছে। [
সোমবার তদন্তকারীরা বলেছেন যে এই লোকের নাম হচ্ছে ওয়েড মাইকেল । তার বয়স ৪০ বছর এবং ১৯৯০ এর দশকে সে ছয় বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছে। তারা বলছেন যে তার শরীরে নানান রকম ট্যাটু রয়েছে যার একটিতে লেখা আছে নাইন ইলেভেন , যে তারিখে ২০০১ সালে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে প্রায় হাজার তিনেক লোককে হত্যা করে।
Milwaukee শহরের কাছে গতকাল সকালে এই গুলি চালনার ঘটনা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ কিংবা ঘৃণাবশত অপরাধ সংঘটনের অংশ হতে পারে। পাগড়ি পরিহিত দাড়িওয়ালা শিখদের যুক্তরাষ্ট্রে অনেকেই মুসলমান হিসেবে ভুল করে থাকে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং , যিনি নিজে একজন শিখ ধর্মাবলম্বী বলেন যে তিনি এই ঘটনায় হতচকিত এবং দুঃখভারাক্রান্ত।
তিনি বলছেন যে ধর্মীয় সমাবেশে মানুষ হত্যার এই উন্মাদনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে দুঃখজনক পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটলো তাতে তিনি মর্মাহত বোধ করছেন এবং আশা করছেন যে এই ঘৃণ্য আক্রমণের পেছনে কারা সেটি আমেরিকান তদন্তকারীরা বের করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামও বলেন যে তিনি এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত। তিনি বলেন যে শিখ সম্প্রদায়ের অবদানে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ বোধ করে।
এ দিকে কর্তৃপক্ষ বলছে যে এই হত্যাকারীকে পুলিশ বন্দুকের গুলিতে তাৎক্ষনিক ভাবে হত্যা করেছে। [