অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জরুরি অবস্থা জারির ৪০ বছরপূর্তি


ঠিক ৪০ বছর আগে, ১৯৭৫ সালে ২৫ জুন ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দেশ কি আবারও পড়তে পারে নতুন জরুরি অবস্থার কবলে? প্রবীণ বিজেপি নেতা, তথা, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আদবানি মনে করেন, আবারও জরুরি অবস্থা জারি আটকানোর জন্য প্রয়োজনীয় আইনি রক্ষাকবচ চার দশকেও করে উঠতে পারে নি দেশ।

নতুন করে যে জরুরি অবস্থার আশংকা করছে রাজনৈতিক মহলের একাংশ, তার পেছনে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সরকার ও দলকে নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া। অনেকের আশংকা, ফের জরুরি অবস্থা না হোক, প্রায় একনায়কতন্ত্রী শাসনের দিকে ঝুঁকতে পারে ভারত।

আবার, কেউ কেউ মনে করেন, ১৯৭৫-এর সঙ্গে ২০১৫-র একটা বড় পার্থক্য হল এখনকার সংবাদ মাধ্যম ও সোসাল মিডিয়ার বিপুল ক্ষমতা ও প্রভাব। নতুন করে ভারতীয় গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা আর সহজ হবে না।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG