অ্যাকসেসিবিলিটি লিংক

২০২১ সালে ৪৫জন সাংবাদিক নিহত; গণমাধ্যম নজরদারি সংস্থার প্রতিবেদন 


সাংবাদিক ও বিক্ষোভকারীরা মেক্সিকো সিটিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানিয়ে হাভিয়ের ভালদেজের প্রতিকৃতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ১৬ই মে, ২০১৭,ছবি হেনরি রোমেরো/রয়টার্স
সাংবাদিক ও বিক্ষোভকারীরা মেক্সিকো সিটিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানিয়ে হাভিয়ের ভালদেজের প্রতিকৃতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ১৬ই মে, ২০১৭,ছবি হেনরি রোমেরো/রয়টার্স

২০২১ সালে বিশ্বব্যাপী মোট ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে শুক্রবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (আইএফজে) জানিয়েছে – যা কিনা যে কোন বছরের তুলনায় “সবচেয়ে কম সংখ্যক মৃত্যু হারের একটি”।

এই সংখ্যাটি আরেক গণমাধ্যম নজরদারি সংস্থা, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর দুই সপ্তাহ আগে প্রদত্ত ৪৬ জন সাংবাদিক নিহতের হিসাবের সঙ্গে প্রায় মিলে যায়। তাদের মতেও, ১৯৯৫ সালে তারা হিসাব রাখা শুরু করার পর থেকে এটিই সর্বনিম্ন মৃতের সংখ্যা।

ব্রাসেলস ভিত্তিক আইএফজে এক বিবৃতিতে জানায় যে, “যদিও এই সংখ্যা হ্রাস আনন্দের খবর, তবুও অব্যাহত সহিংসতার মাঝে এটি সামান্যই স্বস্তি দিতে পারছে”।

নিহতের ঘটনার নয়টি আফগানিস্তানের, যা কিনা অন্য যে কোন দেশের তুলনায় সর্বোচ্চ। অন্যত্র, মেক্সিকোতে আটজন, ভারতে চারজন এবং পাকিস্তানে তিনজন নিহত হন।

আইএফজে জানায় যে গণমাধ্যমকর্মীরা “বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের সমাজ, শহর এবং দেশের দূর্নীতি, অপরাধ ও ক্ষমতার অপব্যবহার প্রকাশ করার জন্য খুন হন”।

সংস্থাটির হিসাব অনুযায়ী, এশীয়-প্যাসিফিক অঞ্চলে, যার মধ্যে আফগানিস্তানও রয়েছে,এ অবস্থা সবচেয়ে মারাত্মক ছিল। সেখানে ২০ জন নিহত হয়েছেন। তারপরেই রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো , যেখানে ১০ জন, আফ্রিকায় আটজন, ইউরোপে ছয়জন, এবং মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলিতে একজন নিহত হবারঘটনা ঘটে। সংস্থাটি ইরানের একটি “প্রাণঘাতী দুর্ঘটনায়” দুইজন সাংবাদিক নিহতের ঘটনাও উল্লেখ করে।

আইএফজে’র হিসাবটি আরএসএফ-এর হিসাব থেকে সামান্য ভিন্ন। আরএসএফ-এর হিসাব অনুযায়ী মেক্সিকোতে সাতজন, আফগানিস্তাবে ছয়জন, এবং ইয়েমেন এবং ভারতে চারজন করে নিহত হয়েছেন।

(এএফপি)

XS
SM
MD
LG