অ্যাকসেসিবিলিটি লিংক

সামুদ্রিক ঘূর্ণিঝড় আইরিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে আঘাত হেনেছে


Firefighters attempt to extinguish the fire at Mogadishu's Aden Adde International Airport in Somalia after an Ethiopian Air Force aircraft crashed upon landing. (Photo provided by AMISOM)
Firefighters attempt to extinguish the fire at Mogadishu's Aden Adde International Airport in Somalia after an Ethiopian Air Force aircraft crashed upon landing. (Photo provided by AMISOM)

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে হারিকেন আইরিনের কারণে প্রবল বৃষ্টিপাত এবং প্রচন্ড ঝড় বইছে । এতে এ পর্যন্ত কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং স্থল ও বিমান চলাচল স্থবির য়ে পড়েছে।

শনিবার সকালেই আইরিন নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে এবং সেখানে ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এত বহু গাছ উপড়ে পরে , রাস্তা ঘাট প্লাবিত হয়। প্রায় দশ লক্ষ ঘরবাড়িতে কোন বিদ্যূৎ সরবরাহ নেই।

এই ঘূর্ণিঝড়টি এখন কেটেগরি ওয়ান ঘূর্নি ঝড়ে নামিয়ে আনা হয়েছে । তবে এ সত্বেও ঘুণিঝড়টি নিউ ইয়র্ক , ওয়াশিংটন , ফিলেডেলফিয়া এবং বোস্টনের মতো দেশের জনবহুল কিছু শহর অতিক্রম করছে ।

শনিবার দিনে আরো আগের দিকে দূর্যোগ নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে প্রেসিডেন্ট জনগণকে সতর্ক করে দিয়ে বলেন যদি নিরাপদ স্থলে যেতে বলা হয় , বিলম্ব করবেন না , আমরা ভালোর জন্যে আশা করি , কিন্তু খারাপের জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

এ দিকে বিভিন্ন উপকুলীয় এলাকা থেকে , জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ।

XS
SM
MD
LG