যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে হারিকেন আইরিনের কারণে প্রবল বৃষ্টিপাত এবং প্রচন্ড ঝড় বইছে । এতে এ পর্যন্ত কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং স্থল ও বিমান চলাচল স্থবির য়ে পড়েছে।
শনিবার সকালেই আইরিন নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে এবং সেখানে ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এত বহু গাছ উপড়ে পরে , রাস্তা ঘাট প্লাবিত হয়। প্রায় দশ লক্ষ ঘরবাড়িতে কোন বিদ্যূৎ সরবরাহ নেই।
এই ঘূর্ণিঝড়টি এখন কেটেগরি ওয়ান ঘূর্নি ঝড়ে নামিয়ে আনা হয়েছে । তবে এ সত্বেও ঘুণিঝড়টি নিউ ইয়র্ক , ওয়াশিংটন , ফিলেডেলফিয়া এবং বোস্টনের মতো দেশের জনবহুল কিছু শহর অতিক্রম করছে ।
শনিবার দিনে আরো আগের দিকে দূর্যোগ নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে প্রেসিডেন্ট জনগণকে সতর্ক করে দিয়ে বলেন যদি নিরাপদ স্থলে যেতে বলা হয় , বিলম্ব করবেন না , আমরা ভালোর জন্যে আশা করি , কিন্তু খারাপের জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।
এ দিকে বিভিন্ন উপকুলীয় এলাকা থেকে , জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ।