অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের চার নেতার জামিনে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট


গতকাল সিবিআই তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী, এক বিধায়ক ও কলকাতার একজন প্রাক্তন মেয়রকে গ্রেপ্তার করার পর সারাদিন ধরে যে গন্ডগোল চলেছে তা সন্ধ্যেবেলায় সাময়িকভাবে শেষ হয়। গ্রেপ্তার হওয়া চারজন-- ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় সিবিআই আদালত থেকে জামিন পান। কিন্তু তাঁরা যখন মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন রাতেই সিবিআই ওই রায়ের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানায়। কলকাতা হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ দেয়। এর পর চারজনকে জেলে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে এই ঘটনা ঘটায় তৃণমূল সমর্থকরা আর কোনও বিক্ষোভ দেখানোর সুযোগ পাননি।

সরাসরি লিংক

শেষরাতে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা করায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরবেলা সুব্রত মুখার্জিও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার ওঁদের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা আবেদন করেন। হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করেছে। আগামীকাল বুধবার তার শুনানি হবে। ইতিমধ্যে আরও যাঁদের নাম নারদ কেলেঙ্কারিতে জড়িত, যেমন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, এঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে ছাড় পেয়েছেন, এই অভিযোগে আজ সারা রাজ্য তোলপাড় হয়। জানা গিয়েছে, আরও কিছু ক্ষেত্রে গ্রেপ্তার হবে।

XS
SM
MD
LG