অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বিষয়ে চতুর্পাক্ষিক আলোচনা শুরু


জিনিভিয়ায় ইউক্রেন সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে বলেছে যে তারা এ রকম লক্ষণ দেখতে চায় যে এই উত্তেজনা হ্রাসের ব্যাপারটাকে রাশিয়া গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

এই আলোচনায় যোগ দিয়েছেন ইউক্রেন , রাশিয়া , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।

ও দিকে সিবি এস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন যে রাশিয়া যতবারই ইউক্রেনকে অস্থিতিশীল করার এবং এর সার্বভৌমত্ব লংঘন করার চেষ্টা করবে , ততবারই রাশিয়াকে তার পরিণতি ভোগ করতে হবে। তবে মি ওবামা বলেন তিনি নিশ্চিত যে রাশিয়া কোন যুদ্ধে যেতে চাইছে না

মস্কো সরকার বলছে , ইউক্রেনের রুশ ভাষীদের রক্ষা করার অধিকার তার আছে। ইউক্রেনের নতুন সরকারকে রুশ বিরোধী ও ইহুদি বিরোধী এবং রুশ পন্থিদের হুমকি দেওয়ার অভিযোগ এনে রাশিয়া ইউক্রেনের নতুন নের্তৃত্বকে দোষারোপ করেছে।

তবে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা আইভাস সাইমনভিচ বুধবার নিরাপত্তা পরিষদকে বলেন যে মার্চ মাসে ইউক্রেনে তাঁর দু বার সফরের সময়ে তাঁর টিম রুশ বংশোদ্ভুতদের বিরুদ্ধে কোন ব্যাপক আক্রমণের ঘটনা দেখেনি।

রাশিয়া জাতিসংঘের ঐ রিপোর্টকে ভিত্তিহীন ও পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে।
XS
SM
MD
LG