অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স ও ব্রিটেন কাবুলে "নিরাপদ জোন" তৈরির আহবান জানাবে- ম্যাক্রঁ


ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এলিসি প্যালেসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন , ২৭শে অগাস্ট, ২০২১ - এপি
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এলিসি প্যালেসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন , ২৭শে অগাস্ট, ২০২১ - এপি


সোমবার, ফ্রান্স ও ব্রিটেন আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নিরাপদ জোন সৃষ্টির জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানাবেI ফরাসি প্রেসিডেন্ট, ইমানুয়েল ম্যাক্রঁ, সাপ্তাহিক জার্নাল, 'দু ডিমঞ্চে'তে প্রকাশিত মন্তব্যে বলেন, এটা খুবই জরুরি, যা জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা নিতে জাতিসংঘকে একটা ভিত্তি দিতে পারবেI

ফরাসি নেতা বলেন, এমনি একটি নিরাপদ এলাকা, তালিবানের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজকে সহায়তা করবে, যে দলটি বর্তমানে আফগানিস্তানে ক্ষমতায় রয়েছেI

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সোমবার আফগান পরিস্থিতি আলোচনার জন্য বৈঠকে মিলিত হচ্ছেI

প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, প্যারিস ও লন্ডন এই খসড়া প্রস্তাব উত্থাপনের সুযোগ নিতে যাচ্ছে , যার মাধ্যমে, জাতিসংঘের অধীনে, কাবুলে একটি নিরাপদ জোন গঠন করা হবে, যা মানবিক তৎপরতা অব্যাহত রাখতে সহায়ক হবেI

XS
SM
MD
LG