অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানকে পরমাণু অস্ত্র আলোচনায় দ্রুত ফিরতে আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি


ভিয়েনার গ্রান্ড হোটেলে ইরান পরমাণু আলোচনায় অংশ নিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা। ফাইল ছবি ১লা মে, ২০২১-এএফপি
ভিয়েনার গ্রান্ড হোটেলে ইরান পরমাণু আলোচনায় অংশ নিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা। ফাইল ছবি ১লা মে, ২০২১-এএফপি


ফ্রান্স ও জার্মানি বুধবার, অতি সত্বর ইরানকে পরমাণু অস্ত্রআলোচনায় ফিরে যেতে অনুরোধ জানিয়েছে I জুন মাসে ইরানে নির্বাচনের পর এই আলোচনায় বিরতি পড়ায়, প্যারিস তেহরানের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচির ব্যাপারে পশ্চিমি উদ্বেগের প্রেক্ষাপটে আলোচনা অবিলম্বে শুরু করার দাবি জানায়I

ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রী জ্যঁ ইভ্স লে দ্রিয়া টেলিফোন বার্তায় ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী, হুসাইন আমির আব্দুল্লাহিয়ানকে জানান,আলোচনায় পুনরায় ফিরে যাওয়া ইরানের জন্য জরুরি।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার ৬ দফা পরোক্ষ আলোচনা, জুন মাসে ইরানের কট্টরপন্থী ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে মুলতুবি রাখা হয়I রাইসি ৫ই অগাস্ট ক্ষমতা গ্রহণ করেনI

এপ্রিল মাস থেকে ইরান ও ৬টি বিশ্বশক্তি চেষ্টা করছে, কিভাবে পূর্ব স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে তেহরান ও ওয়াশিংটনকে ফেরত আনা যায় I প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন

XS
SM
MD
LG