ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, নোটার ডাম ক্যাথিড্র্যাল ৫ বছরের মধ্যে
পুনরনির্মান করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ব্যাক্ত করেছেন। ওদিকে কর্মী ও বিশেষজ্ঞরা
খতিয়ে দেখছেন ব্যাপক অগ্নিকান্ডে নোটার ডাম ক্যাথিড্র্যালের কাঠামোর
স্থিতিশীলতা ও ক্যাথিড্র্যালের ক্ষয় ক্ষতির ব্যাপকতা।
মঙ্গলবার রাতে দেশব্যাপী জনগনের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি ওই প্রস্তাব
দেন। তিনি বলেন আরও সুন্দর করে ওই গীর্জা পুনরনির্মান করা হবে। বুধবার মন্ত্রী
পরিষদের বৈঠকে, নোটার ডাম ক্যাথিড্র্যাল পুনরনির্মান ও অর্থায়ন বিষয়টি নিয়ে
ম্যাক্রোঁ আলোচনা করবেন।
ইতিমধ্যে বিত্তশীল ফরাসী নাগরিক ও ব্যবসায়ীরা প্রায় ৮০ কোটি ডলার দেওয়ার
প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে বুধবার ঘোষণা করেন যে ক্যাথিড্র্যালের চুড়া
পুনরনির্মানের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থা হবে। ব্যাপক অগ্নিকান্ডে
গীর্জার ছাঁদ ধ্বসে পড়ে এবং চুড়া ধ্বংস হয়ে যায়। তিনি বলেন নতুন নক্সার জন্য
বিশ্বের স্থপতিদের আমন্ত্রন জানানো হবে।
ম্যাক্রোঁ, নোটার ডাম ক্যাথিড্র্যাল ৫ বছরের মধ্যে পুনরনির্মান করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ব্যাক্ত করেছেন
