অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে মালির অভিবাসী উদ্ধার করলো ছোট্ট শিশুকে।


France child rescue
France child rescue

প্যারিসে একজন সত্যিকারের স্পাইডার ম্যান বারান্দার রেলিং ধরে ঝুলতে থাকা ছোট্ট শিশুকে নিশিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ২২ বছর বয়সী মালি অভিবাসী Mamoudou Gassama, জানান তিনি ঐ এলাকার এক রেস্তরায় টেলিভিশনে ফুটবল খেলা দেখতে যান সেখানে যাবার পর দেখতে পান একটি শিশু বারান্দার রেলিং ধরে ঝুলে আছে তিনি শিশুদের খুব ভালবাসেন এবং তৎক্ষণাৎ একেবারে গল্পের স্পাইডার ম্যানের মতো রেলিইং বেয়ে ওপরে উঠে শিশুটিকে টেনে তোলেন Gassama চল্লিশ সেকেন্ডের মধ্যে একতলা থেকে চারতলা খালি হাতে বারান্দার রেলিং বেয়ে উঠে যান তাকে ব্যাপকভাবে অভিবাদন জানানো হচ্ছে তাঁর এই সাহসী উদ্ধারকাজের জন্য ফরাসী প্রেসিডেন্ট Emmanuel Macron, Elysee Palace এতাকে ডেকে ধন্যবাদ জানান এবং তাকে ফরাসী নাগরিকত্ব সহ ফায়ার সার্ভিসে তাকে চাকরি দেন। প্যারিসের মেয়র Anne HiIdalgo টুইটারে লেখেন, তিনি Gassama কে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন Gassama অত্যন্ত ভালো উদাহরণ স্থাপন করেছেন ফরাসী নাগরিকদের জন্য এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে সব ধরনের সাহায্য প্রদান করা হবে। এ এফপি জানায় শিশুটির বাবা-মা ঘটনার সময় বাড়িতে ছিলেন না মা ছিলেন শহরের বাইরে আদালত শিশুটির বাবাকে সোমবার হাজিরা দিতে বলেছে কেন তিনি তাঁর সন্তানকে বাড়িতে একা রেখে বাইরে গিয়েছিলেন।

XS
SM
MD
LG