ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা মঙ্গলবার জানিয়েছেন যে তাঁরা গত সপ্তায় অ্যামস্টারডাম থেকে প্যারিসগামী ট্রেনে সশস্ত্র হামলার বিষয়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত শুরু করেছেন।
প্যারিসের অভিশংসক ফ্রেডেরিক মলিন্স বলেন যে এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট যে লোকটিকে আটক করা হয়েছে , আইয়ুব এল খাজানি , তাকে একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে তদন্ত করা হচ্ছে ।
মলিন্স বলছেন যে ২৫ বছর বয়সী মরক্কোর এই তরুণ রাইফেল , পিস্টল ও ছুরি নিয়ে ট্রেনে ওঠার কয়েক মুহুর্ত আগেই সে তার ফোনে উগ্রবাদী ইসলামপন্থিদের একটি ভিডিও দেখে।
অনুমান করা হচ্ছে যে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যে সব অভিযোগ দায়ের করবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের সুত্রে একাধিক হত্যার চেষ্টা চালানো।
খাজানির আইনজীবি অবশ্য এ কথা অস্বীকার করেন যে এই সন্দেহভাজন ব্যক্তির কোন সন্ত্রাসী উদ্দেশ্য ছিল। ল্য মন্ড সংবাদপত্রকে তিনি বলেন যে তার উদ্দেশ্য ছিলো যাত্রীদের টাকা পয়সা ছিনতাই করা।