ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্রাঁসোয়া ফিয়ন বলেছেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন ১৫ বছর তাঁর স্ত্রীকে অহেতুক বেতন দিয়েছেন, সংবাদ মাধ্যমে এমন সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হবার পরও তিনি তাঁর প্রচারনা অব্যাহত রাখবেন।
ফিয়ন দাবি করেন, তিনি তাঁর স্ত্রীকে, তার কাজের জন্যই পারিশ্রমিক দিয়েছেন। তবে তিনি তাঁর পরিবারের সদস্যকে কাজে নিয়োগের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চান। তিনি বলেন, আইনে প্রশিক্ষনপ্রাপ্ত একজন মহিলা হিসাবে তাঁর স্ত্রীর বেতন "সম্পূর্ন সমর্থনযোগ্য"।