অ্যাকসেসিবিলিটি লিংক

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ


BD Victory Day
BD Victory Day

বাংলাদেশের মানুষের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন দু:সাহসী মুক্তিযোদ্ধারা তাঁদের অসীম সাহসীকতার ফসল আজকের এই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বাঙ্গালী’র রক্তগাঁথা মাহকাব্য ।বিজয়ের ৪৬ বছর পর এই মহাকাব্যের অসখ্য নায়ক ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন, রয়েছেন হৃদয়ের অন্ত:স্থলে, আনেকেই এখোনো আছেন বঙ্গভুমি জুড়ে, বাংলাদেশের বাইরেও। শাহাদাৎ হোসেন সবুজ কথা বলেছেন এরকম ক’জন বীর সন্তানের সাথে ।

please wait

No media source currently available

0:00 0:07:34 0:00

Shiru Bangali
Shiru Bangali

সীরু বাঙ্গালী চট্টগ্রাম ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের উপর গবেষণা করছেন, রয়েছে অনেক গুলো প্রকাশনা।

Abdus Sobhan Tula
Abdus Sobhan Tula

​টাঙ্গাইলে গোপালপুর উপজেলার আব্দুস সোবাহান তুলা ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন।

Kazi Nurul Absar
Kazi Nurul Absar


চট্টগ্রামের গেরিলা যোদ্ধা নুরুল আবসার ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

XS
SM
MD
LG