অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক ও নাগরিক অধিকার কমেছে-ফ্রিডম হাউস রিপোর্ট


Freedom house
Freedom house

গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের সদ্য প্রকাশিত ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড-২০১৯ রিপোর্টে বলা হয়েছে, গত ১৩ বছর ধরে বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে। ওই রিপোর্টে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক ও নাগরিক অধিকার কমেছে। রিপোর্টে ১৯৫টি দেশকে তিনটি ভাগে অর্থাৎ মুক্ত, আংশিক মুক্ত এবং মুক্ত নয় এমনভাবে ভাগ করা হয়েছে। আর এতে বাংলাদেশের অবস্থান আংশিক মুক্ত বা “Partly Free” দেশের কাতারে। রিপোর্টে সার্বিক স্কোর । এক’শর মধ্যে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ৪১-এ। ২০১৫ সালে এ স্কোর ছিল ৪৯-এ। অর্থাৎ চার বছরে স্কোর কমেছে ৮। ২০১৯-এর রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, নির্বাচন সামনে রেখে আইন-শৃংখলা রক্ষাবাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়ন ও ভয়ভীতি দেখিয়েছে; অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভোটের দিনও ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন দলের মধ্যে সহিংসতা-সংঘাতের খবর পাওয়া গেছে-আর এতে একডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত উদার গণতন্ত্র চর্চা করছে বলে রিপোর্টে বলা হয়েছে। আর এ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান এবং মালদ্বীপের চাইতে স্কোরে উপরে রয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদনঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

XS
SM
MD
LG