অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মুক্ত-মত প্রকাশ ও সাম্প্রতিক সঙ্কট


বাংলাদেশে আবারও একজন মুক্তমনা মানুষ প্রাণ হারালেন , বলা হচ্ছে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অন লাইনে লেখালেখির জন্য তাঁকে হত্যা করা হয়। নাজিমউদ্দিন সামাদ , হয়ত ব্লগার ছিলেন না , কিন্তু সামাজিক যোগাযোগর মাধ্যম , ফেইস বুকে তিনি তাঁর অভিমত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন যে ঠিক উগ্রবাদের কারণে নয় , মুক্ত মত প্রকাশের কারণেই তাঁকে কেউ হত্যা করে থাকতে পারে। ঘটনা যাই হোক না কেন আবারও মুক্তকন্ঠ নিস্তব্ধ করা হলো সেখানে । এ নিয়ে প্রতিবাদ হচ্ছে , ক্ষোভ প্রকাশ করা হচ্ছে , কিন্তু এটুকুই কি যথেষ্ট ?

আজ এই আলোচনা চক্রে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক আবেদ খান। যোগ দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের প্রধান , লেখক ও আলোচক ।

please wait

No media source currently available

0:00 0:08:26 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG