অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে বিউভাল চিড়িয়াখানার যমজ পান্ডা শাবক প্রথম জনসম্মুখে আসলো


ফ্রান্সের বিউভাল চিড়িয়াখানায় প্রথমবারের মত হুয়ানলিলি এবং ইউয়ানডুডু নামের যমজ পান্ডা শাবককে দেখা যাচ্ছে। ডিসেম্বর ১১, ২০২১। ছবি সৌজন্য: Zooparc de Beauval.
ফ্রান্সের বিউভাল চিড়িয়াখানায় প্রথমবারের মত হুয়ানলিলি এবং ইউয়ানডুডু নামের যমজ পান্ডা শাবককে দেখা যাচ্ছে। ডিসেম্বর ১১, ২০২১। ছবি সৌজন্য: Zooparc de Beauval.

ফ্রান্সের একটি চিড়িয়াখানায় শনিবার প্রথমবারের মত বিশাল আকৃতির যমজ পান্ডা শাবককে জনসম্মুখে আনা হয়েছে।

গত আগস্টে ঐ যমজ মহিলা পান্ডা শাবকের জন্ম হয়। যমজ পান্ডা শাবকের মা হুয়ান হুয়ান এবং বাবা ইউয়ান জি বর্তমানে প্যারিসের দক্ষিণে অবস্থিত বিউভাল চিড়িয়াখানায় রয়েছে। চীনের সঙ্গে ফ্রান্সের ভাল সম্পর্ককে তুলে ধরার লক্ষ্যে যমজ পান্ডা শাবকের বাবা-মাকে ১০ বছরের জন্য ঋণ হিসেবে ঐ চিড়িয়াখানায় আনা হয়েছিল।

হুয়ানলিলি এবং ইউয়ানডুডু নামের ঐ পান্ডা দুটি তাদের বাবা-মায়ের দ্বিতীয় এবং তৃতীয় শাবক। এর আগে ২০১৭ সালে তারা ইউয়ান মেং নামের একটি পান্ডা শাবক জন্ম দেয়। আর ঐ শাবকটি ছিল ফ্রান্সে জন্মানো প্রথম পান্ডা।

শনিবার চিড়িয়াখানার প্রকাশিত এক ভিডিও-তে দেখা গেছে, শাবক দুটিকে যেখানে রাখা হয়েছে, সেখানে তারা চলাচলে অভ্যস্থ হয়ে উঠছে। কোন এক পর্যায়ে শাবক দুটি কাছাকাছি থাকা পাথরে ওঠার চেষ্টা করছে, যা একজন তত্ত্বাবধায়ক দেখেন এবং স্মার্টফোন দিয়ে ভিডিও করেন।

চীনের পাঠানোর আগে শাবকগুলো ফ্রান্সে আরও কয়েক বছর থাকবে।

XS
SM
MD
LG