অ্যাকসেসিবিলিটি লিংক

তিন চীনা শিক্ষার্থীকে গাড়ী দিয়ে ধাক্কা মেরেছে ফ্রান্সের এক ড্রাইভার


ফ্রান্সের টোলাজ শহরে এক ড্রাইভার তিনজন চীনা শিক্ষার্থীকে তার গাড়ী দিয়ে ধাক্কা দিলে তিনজনই গুরুতরভাবে আহত হন।

হামলাকারীকে ঘটনার পর পরই গ্রেফতার করেছে ফরাসী পুলিশ। জানা গেছে তার বিরুদ্ধে অপরাধ ঘটানোর পুরোনো রেকর্ড থাকলেও জঙ্গী বা সন্ত্রাসী তালিকায় তার নাম নেই।

পুলিশ সূত্র জানায় হামলাকারী ইচ্ছা করে ঐ চীনা শিক্ষার্থীদেরকে তার গাড়ী দিয়ে ধাক্কা দিয়েছিল। তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

এর আগে ফ্রান্সে ইসলামিক ষ্টেটের আদর্শে অনুপ্রাণিত সন্ত্রাসী এভাবে গাড়ী দিয়ে হামলা চালায়। তবে এই হামলাকরারীর উদ্দেশ্য এখনো পরিস্কার নয়। গত বছর উত্তর ফ্রান্সের নিস শহরে এক তিউনিসিয়ান যুবক বিশাল ট্রাক জনতার ভিড়ের ওপর দিয়ে চালিয়ে দিয়ে ৮৬ জনকে হত্যা করে।

XS
SM
MD
LG