Print
ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ক্লে কোর্টে প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েমকে ৬-৩, ৫-৭, ৬-১ ৬-১ সেটে হারিয়ে ১২বারের মতো ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতলেন নাদাল।