অ্যাকসেসিবিলিটি লিংক

জি-৭ ঘোষণার সমালোচনা করেছে চীন 


জি-৭ সম্মেলন শেষে যে ইশতেহার প্রকাশ করা হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে দোষারোপ করা হয়, বেইজিং সেই ঘোষণার সমালোচনা করেছেI
জি-৭ ঘোষণায় চীনকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন জানানো হয়, বিশেষতঃ শিনজিয়াং প্রদেশের নাগরিকদের অধিকার এবং সাইনো-ব্রিটিশ যৌথ ঘোষণা মাফিক হংকংয়ের স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হয়I

বেইজিংকে শিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলমানদের ঘোরতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষারোপ করা হয়, যেখানে ১০ লক্ষের অধিক ইউঘুরস মুসলমানদের শিবিরে আটক রাখা হয়েছে, চালানো হচ্ছে ব্যাপক সরকারি নজরদারি এবং জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণI

লন্ডনের চীন দূতাবাস জি-৭ ঘোষণার সমালোচনা করে জানায়, যে ঘোষণায় চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হয়েছেI

XS
SM
MD
LG