অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর জোট জি-২০র সম্মেলনের নেতারা বিশ্বের বৃহতর বহুজাতিক কোম্পানিগুলোর ওপরে আরো কর আরোপে এক মত হয়েছেন ।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্টিত জি-২০র বার্ষিক সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। জি-২০ ভুক্ত দেশের রাষ্ট্র প্রধানরা অর্থনৈতিক সহযোগীতা এবং উন্নয়ণ সংস্থা প্রদত্ত কর আরোপের পরিকল্পনাটি সম্পর্কে এক মত হয়েছেন। এই ব্যবস্থার ফলে অনেক কোম্পানি যে আইনের নানা ফাঁক ব্যবহার করে কোম্পানির লভ্যাংশ না দেখিয়ে কর ফাঁকি দিত সেটা দূর হবে। এবং যে দেশে কোম্পানিগুলো আয় করবে সে দেশকে তারা কর দিতে বাধ্য থাকবে।
বিশ্বের ৯০ শতাংশ অর্থনৈতিক উতপাদন হয়ে থাকে এই জি-২০ জোটভূক্ত দেশে গুলোতেই।