অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা জি টূয়েন্টী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধাণদের সঙ্গে কথাবার্তা বলেছেন


প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ম্যাক্সিকোর ২০ জাতি গোষ্ঠী শীর্ষ সম্মেলন - জি টূয়েন্টীতে অংশ গ্রহণকারি দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধাণদের সঙ্গে আরো কথাবার্তার মধ্যে দিয়ে শেষ দিনটি অতিবহিত করেন । কথাবার্তা হয় মূলত: য়ুরোযোনের ঋণ সংকট নিয়ে ।

বিশ্বের সবচেয়ে বড়ো অর্থনীতির দেশগুলোর নেতৃবৃন্দ সোমবার প্রারম্ভিক একটি বিবৃতি জারী করেন – ঘোষনা করেন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রণোদনা জোগাতে তাঁরা সমন্বিত উদ্যোগ গ্রহনের জন্যে প্রস্তুত এখন । জার্মানীর নেতৃত্বে য়ুরোপে কৃ্চ্ছ্রতার যে অভিযান চলছে জি টূয়েন্টির এ উদ্যোগ তার সঙ্গে সামঞ্জস্যপুর্ণ নয় । আর্থনীতিক মুক্তির স্বার্থে বার্লীন যে ব্যয় সংক্রান্ত কড়াকড়ি শিথিল করতে রাজি নয় , তাতে করে ঋণ কবলিত গ্রীস এখন ধুঁকছে । জার্মানীর চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রেসিডেণ্ট ওবামার কথা হয় গতকাল সোমবার সম্মেলনের প্রথম দিনেই ।

হোয়াইট হাউস থেকে পরে বলা হয় – ঋণ সংকট সমাধানে য়ুরোপিয় য়ুনিয়নভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের গৃহিত উদ্যোগ নিয়ে মিস মার্কেলের সঙ্গে কথাবার্তা যাই হয়েছে মি:ওবামা তাতে উত্সাহিত বোধ করছেন ।

XS
SM
MD
LG