জি-এইট সদস্য দেশগুলো লিবিয়ার নেতা গাদ্দাফির পদত্যাগ চেয়ে বলেছে, যেসব আরব রাষ্ট্র গণতন্ত্র চালু করতে চাইছে, তাদের জন্য জি-এইট চার হাজার কোটি ডলার পর্যন্ত সাহায্য দিতে পারে। ফ্রান্সে জি-এইটের দুই দিন ব্যাপী সম্মেলনের পর যে চূড়ান্ত ইশ্তেহার প্রকাশ করা হয়, তাতে ঐ কথা বলা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, স্বাধীন এবং গণতান্ত্রিক লিবিয়ায় গাদ্দাফির কোনো ভবিষ্যত নেই। রাশিয়া বলেছে তারা লিবিয়ার নেতা মোয়াম্মর গাদ্দাফির ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করায় সাহায্য করতে আগ্রহী। কিন্তু তারা তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না। রুশ প্রেসিডেন্ট ডিমিট্রি মেডভিয়েডেভ ফ্রান্সে জি এইট শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মি গাদ্দাফিকে পদত্যাগ করতে বলেন। তিনি আরও বলেন কয়েকটি দেশ তাকে হয়তো আশ্রয় দেবে। এর আগে উপ পররাষ্ট্রমন্ত্রী সারগেই রিয়াবকভ শুক্রবার বলেন যে লিবিয়ার নেতা নিজেই তার বৈধতা খর্ব করেছেন। তিনি বলেন গাদ্দাফি যাতে চলে যেতে পারেন, তাতে সাহায্য করার জন্য একটা পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। এর আগে মি গাদ্দাফি ও সরকার-বিরোধী বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করার ব্যাপারে রাশিয়া প্রস্তাব দিয়েছিলো। ইতোমধ্যে মি গাদ্দাফির অনুগত বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত মিসরাটা শহরের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। মিসরাটা হচ্ছে লিবিয়ার তৃতীয় বৃহত্ শহর।
স্বাধীন এবং গণতান্ত্রিক লিবিয়ায় গাদ্দাফির কোনো ভবিষ্যত নেই - জি-এইট
