লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা, বিদ্রোহী বাহিনী যারা দেশের পুর্বাঞ্চল থেকে এগিয়ে আসছে তাদের সঙ্গে প্রচন্ড স্থল যুদ্ধে লিপ্ত হয় এবং বিমান আক্রমন চালায়।
সরকারি বাহিনী রবিবার বিদ্রোহীদের বিন জাওয়াদ শহর থেকে হঠিয়ে দেয়। সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা যায় লড়াই মারাত্নক আকার ধারণ করে।
বিদ্রোহীরা মি গাদ্দাফির নিজ শহর সির্তের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই শহরটি বিন জাওয়াদের ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যরা, সির্তে নিয়ন্ত্রন করে।
ইতিমধ্যে এ্রিপোলিতে রবিবার খুব ভোরে বন্দুক লড়াই শুরু হয় এবং তা দু ঘন্টা চলে।