অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন প্রেসিডেন্টের প্রত্যাবর্তনের আগে আঞ্চলিক নিরাপত্তা বাহিনী গ্যাম্বিয়ার রাজধানীতে প্রবেশ করেছে


Senegalese troops enter the State House in Banjul, Gambia, Jan. 23, 2017, two days after Gambia's defeated leader Yahya Jammeh left the country.
Senegalese troops enter the State House in Banjul, Gambia, Jan. 23, 2017, two days after Gambia's defeated leader Yahya Jammeh left the country.

আঞ্চলিক সামরিক বাহিনীর সেনারা রবিবার গ্যাম্বিয়ার রাজধানী বানজুলে প্রবেশ করে এবং তাদের স্বাগত জানায় উৎফুল্লো জনতা। এর কয়েক ঘন্টা আগে পরাজিত নেতা ইয়াহিয়া জামে দেশ ত্যাগ করেন ও নির্বাসনে যান।

আনুমান করা হচ্ছে যে আঞ্চলিক বাহিনী, দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারোর ফিরে আসার পথ প্রশস্ত করবে। ব্যারো এর আগে কাছাকাছি সেনেগালে আশ্রয় নিয়েছিলেন যখন জামে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে ব্যারো শপথ নেন।

ব্যারো কখন ফিরবেন, রবিবার রাত পর্যন্ত তার কোন সময়সূচী ঘোষণা করা হয়নি। তবে এক মুখপাত্র সাংবাদিকদের বলেন যে যত শীঘ্রই সম্ভব তিনি ফিরে আসবেন। Marcel Alain de Souza বলেছেন ব্যারোর প্রত্যাবর্তনের আগে গ্যাম্বিয়ার নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে “নিস্ক্রিয়” করা হচ্ছে।

XS
SM
MD
LG