তৈরি পোশাক প্রস্তুত এবং রফতানি কারকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে তদের শতভাগ কারখানার শ্রমিকদের বেতন এবং বোনাস ঈদ উল ফিতরের ছুটির আগেই পরিশোধ করা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রাহমান এমন দাবি করার কিছুক্ষণের মধ্যেই ঢাকার কল্যাণপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে।
তারা রাস্তা অবরোধ করার পর মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। এ বিষয়ে জানতে চাইলে বিজিমইএ সভাপতি ভয়েস অব আমেরিকাকে ফোন বলেন মণ্ডে এপারেল নামের ওই কারখানাটি তাদের সদস্য না হওয়ায় এ বিষয়ে তার বলার কিছু নাই।
উল্লেখ্য, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশানের ২০১৭ সালের সুচকে শ্রমিক অধিকারের ক্ষত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ ১০ টি দেশের অন্যতম।