অ্যাকসেসিবিলিটি লিংক

সস্তায় রান্নার গ্যাস সরবরাহের প্রকল্পের পশ্চিমবঙ্গে ২,৪১০ কোটি টাকা লগ্নি


ভারতের দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিকে সস্তায় রান্নার গ্যাস সরবরাহের প্রকল্পের জন্য কেবল পশ্চিমবঙ্গেই ২,৪১০ কোটি টাকার লগ্নি করছে তিন রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা। বাড়তি রান্নার গ্যাস আমদানি আর সিলিন্ডারে ভরে তা সরবরাহের জন্য বাড়তি পরিকাঠামো দরকার। অতিরিক্ত ১ কোটি ৬ লক্ষ পরিবারের কাছে তিন বছরের মধ্যে গ্যাস সংযোগের লক্ষ্যসীমা দিয়েছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি। বিদেশ থেকে জাহাজে চাপিয়ে বাড়তি রান্নার গ্যাস আমদানির জন্য হলদিয়া ডকে নতুন টার্মিনাল দরকার। তার সঙ্গে তিনটি নতুন গ্যাস বটলিং প্লান্ট-ও নির্মাণ করতে হবে। এ ছাড়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পারাদীপ শোধনাগার থেকে পাইপলাইন বসিয়ে সরাসরি গ্যাস আনবার পরিকল্পনা আছে হলদিয়া, কল্যাণী আর দুর্গাপুরের বটলিং প্লান্টে। সব প্রকল্প মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ২,৪১০ কোটি টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রি ধর্মেন্দ্র প্রধান রবিবার পশ্চিমবঙ্গে `প্রধানমন্ত্রি উজ্জ্বলা যোজনা` প্রকল্পের সূচনা করতে চলেছেন।

সরাসরি লিংক

XS
SM
MD
LG