অ্যাকসেসিবিলিটি লিংক

স্কুল ছাত্রদের রাজনৈতিক মিছিলে নেওয়ার ব্যাপারে কোলকাতা হাইকোর্টের জিজ্ঞাসা


পশ্চিম বঙ্গে একটি মিছিল ( ফাইল ফটো)
পশ্চিম বঙ্গে একটি মিছিল ( ফাইল ফটো)

রাজনৈতিক দলের সভা বা মিছিলে স্কুল ছাত্রদের অংশগ্রহণ প্রশ্নে এবার হস্তক্ষেপ করলো পশ্চিম বঙ্গে , কোলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি স্কুলের ৪৫ জন ছাত্রকে মিছিলে নিয়ে গিয়েছিলো বামপন্থী দল এস ইউ সি আই এ-র ছাত্র সংগঠন ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অর্গানাইজেশান ডি এস ও । স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের না জানিয়ে দশ থেকে পনেরো বছর বয়সের এই ছাত্রদের সভায় নিয়ে যাওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে । কোলকাতা হাইকোর্ট স্বত:প্রবৃত্ত হয়ে শুক্রবার রাজ্যের শিক্ষা সচিকে এ ব্যাপারে রিপোর্ট দাখিল করতে বলেছে এক সপ্তাহের ভিতরে । রাজনৈতিক সভা বা মিছিলে ছাত্রদের নিয়ে যাওয়া অভূতপুর্ব ঘটনা না হলেও এ দিন সকলের অজান্তে ছাত্রদের নিয়ে যাওয়ায় রটে যায় তাদের অপহরণ করা হয়েছে । তবে বৃহত্তর বিতর্ক হলো ছাত্রদের এই ধরনের রাজনৈতিক কর্মকান্ডে আদৌ অংশগ্রহণ বাঞ্ছনীয় কি না ।

XS
SM
MD
LG