অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় বিস্ফোরণে ৪ ফিলিস্তিনি ইসলামপন্থী নিহত


Palestinian protesters run for cover from teargas fired by Israeli troops during a protest at the Gaza Strip's border with Israel, Friday, April 13, 2018. (AP Photo/ Khalil Hamra)
Palestinian protesters run for cover from teargas fired by Israeli troops during a protest at the Gaza Strip's border with Israel, Friday, April 13, 2018. (AP Photo/ Khalil Hamra)

ইসলামিক জিহাদ চরমপন্থী গ্রুপ বলেছে ইসরায়েলী সীমান্তের কাছে গাজায় দুর্ঘটনাবশত এক বিস্ফোরণে তাদের চার সদস্য নিহত হয়।

ফিলিস্তিনি প্রতিবাদ শিবিরের কাছে তিন চাকার একটি যানে ওই বিস্ফোরণ ঘটে।

ইসলামিক জিহাদ বলেছে প্রস্তুতি নেওয়ার সময় ওই চার জন নিহত হন। তারা বিস্তারিত আর কিছু বলেনি।

শুক্রবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয় একজন ফিলিস্তিনি নিহত হন এবং ৯শোর বেশি আহত হয় শুক্রবার যখন সীমান্ত বেড়া অতিক্রমকারী ফিলিস্তিনীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে ইসরায়েলি সেনারা গুলি বর্ষণ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। ফিলিস্তিনি নিয়ন্ত্রিত গাজা ভূখন্ড ও ইসরায়েলের মধ্যে ওই বেড়া অবস্থিত।

সীমান্তের কাছে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিবাদ বিক্ষোভ করছে। ইসরায়েলি সীমান্তের কাছে তাঁবু টাঙিয়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের এই প্রতিবাদ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

XS
SM
MD
LG