অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসের সাথে ইসরাইলের চুক্তি


হামাস আজ জানিয়েছে যে তাদের সঙ্গে ইসরাইলের একটা সন্ধি হয়েছে। কয়েক মাস ধরে চলে আসা ক্রমবর্ধমান উত্তেজনার পর এই চুক্তি স্বাক্ষরিত হলো।

তবে আজ সকালেই ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করার পর ইসরাইলি ট্যাংক , গাজায় হামাস চৌকির উপর গুলি করে। কোন রকম হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। হামাস মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে জানিয়েছেন যে মিশর এবং জাতিসংঘের প্রচেষ্টায় তাঁরা ইসরাইলি দখলদার বাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠির মধ্যে আগেকার শান্ত পরিবেশে ফিরে যাবার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছেন।

এই অস্ত্র বিরতি ঘোষণার ঠিক এক দিন আগে উত্তেজনাপুর্ণ গাজা সীমান্ত বরাবর একজন ইসরাইলি সৈন্যকে গুলি করে হত্যা করা হয় এবং চারজন ফিলিস্তিনিও নিহত হয়।

ইসরাইল ও হামাসের মধ্যে ২০১৪ সাল থেকে চলে আসা যুদ্ধে এই সৈন্যটি হচ্ছে , ইসরাইলি সেনাবাহিনীর প্রথম সদস্য যাকে হত্যা করা হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে গতকালই ইসরাইলি জেট বিমান ও ট্যাঙ্ক হামাসদের অন্তত ষাটটি স্থানে হামলা চালায়।

জাতিসংঘ উভয় পক্ষকেই যুদ্ধের অবস্থান থেকে সরে আসার কথা বলেছে।

XS
SM
MD
LG