অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের গাজনি প্রদেশে গাড়ি বোমা হামলায় ৩০জন নিহত 


Car Bomb Attack In Ghazni province, Afghanistan

আফগানিস্তানের কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় গাজনি প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় ৩০জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেনI প্রাদেশিক স্বাস্থ্য দপ্তর প্রধান VOAকে জানান,বিস্ফোরণে অন্ততঃ ২১জন আহত হয়েছেনI 'গাজনি' নামের এই সামরিক ঘাঁটিটির পরিচালনায় নিয়োজিত ছিল,আফগান নিরাপত্তা বাহিনীI

অন্য এক পৃথক ঘটনায় দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গাড়ি বোমা হামলায় ৩জন নিহত ও ২০ জনের বেশি আহত হনI কাতারে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকার ও তালিবানদের শান্তি আলোচনা কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকার মাঝেই, এই দুটি হামলা চালানো হল I শান্তি আলোচনায় শরিক দুটি দল,একে ওপরের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে যাবার দোষারোপ করেছেI

XS
SM
MD
LG