অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিস গোষ্ঠী ইরাকের ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল 


জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে, আইসিস জঙ্গিরা ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গণহত্যা চালিয়েছিলI জাতিসংঘ তদন্তকারী দলের প্রধান, ব্রিটিশ অ্যাটর্নি, করিম খান বলেন, তদন্তকারীরা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য গণহত্যার আলামত পেয়েছেনI তিনি বলেন, সনাক্তকৃত অপরাধীদের স্পষ্টই গণহত্যার দায়-দায়িত্ব স্বীকার করতে হবে I জাতিসংঘ, এযাবত ১,৪৪৪ জনকে অপরাধী বলে সনাক্ত করেছেI

করিম খান, যিনি আগামী মাসে আন্তর্জাতিক অপরাধীআদালতের কৌশুলীর দায়িত্ব নিচ্ছেন, বলেন, আইসিস জঙ্গি গোষ্ঠী ইয়াজিদি সম্প্রদায়কে দৈহিক ও জৈবিকভাবে ধ্বংস করতে চেয়েছিলোI তারা ইয়াজিদি গ্রামগুলি লক্ষ্য করে চরমপত্র দেয়, যে হয় ধর্মান্তরণ নয়তবা মৃত্যুI

XS
SM
MD
LG