ফরাসী কর্তৃপক্ষ বলেছে গত বছর ফ্রেঞ্চ আল্পসে জার্মানীর ১৫০জন যাত্রী নিয়ে যে বিমানটি বিধ্ধস্থ হয়েছিল তার কো-পাইলটকে ঐ দুর্ঘটনার দুই সপ্তাহ আগে মনোচিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল।
গত বছর ২৪শে মার্চে ঘটা ওই দুর্ঘটনার এক বছর পুর্তির এক সপ্তাহ আগে ফরাসী কর্তৃপক্ষের এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হল। এত বলা হয় ২৭ বছর বয়সী কোপাইলট আন্দ্রেস লুবিটস ওই দুর্ঘটনার কিছু আগে মনোস্তাত্বিক সমস্যার কারনে বিভিন্ন ডাক্তারেরর পরামর্শ নেন। ওইসব ডাক্তাররা কেউই তার সম্পর্কে বিমান কর্তৃপক্ষকে কোনো রিপোর্ট দেননি।
তদন্ত রিপোর্টে বলা হয় লুবিটস ২০০৯ সালে তার মানষিক সমস্যার কথা লুফথানসা কর্তৃপক্ষকে জানালেও তাকে বিমান চালানোর জন্যে উপযুক্ত বলে ছাড়পত্র দেয়া হয়। ঐ রিপোর্ট এভিয়েশন কর্তৃপক্ষকে সকল পাইলটের নিয়মিত মানষিক চেকাপ করার অনুরোধ জানানো হয়।