অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্তচর বৃত্তির দায়ে জার্মানিতে ব্রিটিশ দূতাবাসের কর্মী আটক


জার্মানির বার্লিনে গুপ্তচরবৃত্তির দায়ে ব্রিটিশ দূতাবাসের একজন কর্মীকে আটক করা হয়েছে, ১১ই অগাস্ট,
২০২১ - এপি
জার্মানির বার্লিনে গুপ্তচরবৃত্তির দায়ে ব্রিটিশ দূতাবাসের একজন কর্মীকে আটক করা হয়েছে, ১১ই অগাস্ট, ২০২১ - এপি


জার্মান কর্তৃপক্ষ বুধবার জানায় যে, তারা একজন বৃটিশ নাগরিককে গ্রেফতার করেছে I এই ব্যক্তিকে বার্লিনের ব্রিটিশ দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তি চালানোর জন্যঅভিযুক্ত করা হয়েছে I শনাক্তকৃত ডেভিড এস নামের এই ব্যক্তিকে অন্ততঃনভেম্বর মাস থেকে অর্থের বিনিময়ে রাশিয়ার কাছে দলিল হস্তান্তর করার জন্য সন্দেহ করা হচ্ছে I স্থানীয়ভাবে তাকে নিয়োগ করা হয়েছে বলে জানা যায়I

ব্রিটিশ সরকার এই গ্রেফতারের সত্যতা স্বীকার করেছে , তবে এক বিবৃতিতে জানায় যে, পুলিশ তদন্ত চলাকালীন কোন মন্তব্য করা সমীচীন হবে নাI

জার্মানির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, ক্রিস্টোফার বার্গার বলেন, জার্মান সরকার বিষয়টির ওপর নজর রাখছেন I বার্গার বলেন, রুশ গোয়েন্দা সার্ভিসের চৌকষ গোয়েন্দাবৃত্তির পক্ষে এই আটক ব্যক্তির চরবৃত্তির ইংগিতকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।বার্গার বলেন, জার্মানির মাটিতে অত্যন্ত ঘনিষ্ট এক মিত্রের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি আমরা বরদাস্ত করবো না"I

ইন্টারফ্যাক্স-এর খবর অনুযায়ী রুশ দূতাবাসের কর্মকর্তারা এ ব্যাপারে কোন মন্তব্য করেন নিI

XS
SM
MD
LG