অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে বন্যায় নিহতের সংখ্যা এখন ১৬৮ 


নেউনহার-আহার উইলের এলাকায় বন্যা প্লাবিত অঞ্চলে এক ব্যক্তি হেটে যাচ্ছেন
১৫ই জুলাই, ২০২১
নেউনহার-আহার উইলের এলাকায় বন্যা প্লাবিত অঞ্চলে এক ব্যক্তি হেটে যাচ্ছেন ১৫ই জুলাই, ২০২১

পশ্চিম জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এখন ১৬৮ I শনিবার স্ফীত নদীর জল ও বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস প্রাপ্ত হয় এবং পথঘাট উপড়ে পরে এবং বিদ্যুত লাইন বিচ্ছিন্ন হয়ে যায়I জার্মানির অর্ধ শতাব্দীর বেশি সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে, বন্যায় ১৬৮ জনের মৃত্যু হয়েছে I পুলিশের হিসাব অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছেন, দক্ষিণাঞ্চলীয় কোলনে'র আহারউইলার শহরের ৯৮জনI

শত শত বানভাসি লোক এখনো নিখোঁজ রয়েছেনI পানির মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাদের কাছে পৌঁছানো সম্ভবপর হয়নি এবং বহু এলাকায় যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছেI ব্যাড নেউএনহার অঞ্চলের একজন ওয়াইন দোকানের মালিক অশ্রুস্বজল চোখে বলেন, "সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছুই আর আপনি চিনতে পারবেন না"I

জার্মানির প্রেসিডেন্ট, ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া সফর করেন,যেখানে দুর্যোগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছেI তিনি বলেন, " যারা বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও পরিচিতদের হারিয়েছেন, তাদের দুঃখে আমরা মর্মাহতI
ওদিকে, শুক্রবার কোলনের কাছে ওয়েসেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে গেলে, ৭০০জন এলাকাবাসীকে উদ্ধার করা হয়I
(রয়টার্স)

XS
SM
MD
LG