জার্মানির ৬ কোটি ভোটার রবিবার সংসদীয় নির্বাচনের মাধ্যমে তাদের দেশে নতুন এক অধ্যায় রচনা করতে চলেছেনI বিজয়ী আইনপ্রণেতারা সিদ্ধান্ত নেবেন যে কে, দেশটির বিদায়ী এবং জনপ্রিয় চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের স্থলাভিষিক্ত হবেনI
নতুন মনোনীত রাজনীতিকেরা সম্ভবত একটি জোট সরকার গঠন করতে পারেন, যার অর্থ মার্কেলের জায়গায় যিনি আসছেন, তাঁর নাম ঘোষণায় কয়েক সপ্তাহ সময় লেগে যাবেI
জার্মানিকে ইউরোপের প্রধান অর্থনীতি হিসাবে গড়ার পেছনে মার্কেলই ছিলেন চালিকা শক্তি, যিনি ১৬ বছর পর জার্মানির শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, যে সরকারটি পরিচালিত হয়েছিল মার্কেলের মধ্য-ডানপন্থী খ্রীষ্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির মাধ্যমেI
অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতা যারা তাঁর এই পদটির জন্য প্রতিযোগিতা করে আসছেন, মার্কেল তাদের কারুর প্রতি, এমনকি তাঁর ভাইস চ্যান্সেলর সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ওলাফ শুলজ'র প্রতিও তাঁর সমর্থন ব্যক্ত করতে চান নিI
শনিবার, যদিও তিনি খ্রীষ্টান ডেমোক্র্যাটস দলের নেতা, আরমিন ল্যাসচেত'র একটি জনসভায় যোগ দিয়েছিলেনI