জার্মানিতে সোমবার রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নের সবচাইতে স্থিতিশীল দেশে কয়েক সপ্তাহ ধরে নতুন জোট সরকার গঠন করা নিয়ে যে আলোচনা হচ্ছিল তা ভেঙ্গে যায়। চারটি দলের মধ্যে অভিবাসন, জ্বালানি সংক্রান্ত নীতিমালা এবং ইউরোপীয় ইউনিয়নের আরও একীকরণ নিয়ে ব্যাপক মতভেদ দেখা দেয়।
চ্যানসেলার অ্যাংহেলা মার্কেল, দেশের প্রেসিডেন্টের সঙ্গে, সোমবার সাক্ষাৎ করেন।