অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীর একটি শপিং মলে হামলা


জার্মানির মিউনিখের একটি শপিং সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জার্মানীর পুলিশ প্রশাসন জানিয়েছে যে, জার্মানির মিউনিখ শহরের সর্ব্বৃহত বিপণিবিতান অলিম্পিয়া শপিং সেন্টারে অস্ত্রধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে ও বহু লোক আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় মিউনিখের এই মলে এ হামলা সংগঠিত হয়।

এ মুহুর্তে সেখানে ব্যাপক পুলিশি অভিযান চলছে। পুলিশ বলেছে এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।

Germany Munich Shooting
Germany Munich Shooting

হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন হামলায় দুঃখ প্রকাশ করে জার্মানিকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।

হামলার নিন্দা জানিয়ে জার্মানিকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

হামলার পর শহরে স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়। প্রাণ বাঁচাতে কয়েকজন অলিম্পিয়া শপিং সেন্টারে লুকিয়ে থাকেন, যাদের পরে উদ্ধার করেছে পুলিশ।

Police secures the area of Karlsplatz (Stachus square) following shootings on July 22, 2016 in Munich.
Police secures the area of Karlsplatz (Stachus square) following shootings on July 22, 2016 in Munich.

এ হামলার পর জার্মানির এ শহরটিতে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি মহাসড়কে যান চলাচল বন্ধ করে লোকজনকে রাস্তায় বেরোতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

XS
SM
MD
LG