অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে জঙ্গিরা রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটায়


Germany Soccer Champions League
Germany Soccer Champions League

রিমোট কন্ট্রোলের সাহায্যে বরুশিয়া ডর্টমুন্ড ফুটবল দলের বাসের পাশে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। জার্মান প্রসিকিউটররা এমন ধারণাই করছেন। তারা আরও নিশ্চিত হয়েছেন হামলাকারীরা তথাকথিত ইসলামিক স্টেটের যোদ্ধা। বলা হচ্ছে এর সঙ্গে অন্তত দুই জন জড়িত। এর মধ্যে গ্রেফতারকৃত আবদুল বাসেত ইরাকী নাগরিক। অপরজন পলাতক। তবে প্রসিকিউটররা বলছেন, পলাতক জার্মান নাগরিকের ব্যাপারে তারা নিশ্চিত নন। জঙ্গিরা পাইপ বোমা ব্যবহার করে, এটাও বলছেন প্রসিকিউটররা। এর ভেতরে তীক্ষè ধাতব পদার্থ ছিল, যা বিস্ফোরণের পর প্রায় ১০০ মিটার পরিধিজুড়ে আঘাত হানে। প্রসিকিউটরদের মুখপাত্র ফ্রাউল কোহলার বলেছেন, ভাগ্য ভাল বড় কিছু ঘটেনি।উল্লেখ্য, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিরুদ্ধে খেলায় অংশ নিতে যাবার পথে বরুশিয়া ডর্টমুন্ড দলের বাসের পাশে ৩টি বিস্ফোরণ ঘটে। এতে একজন খেলোয়ার এবং একজন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হন। খেলাটি স্থগিত হয়েযায়। বুধবার সন্ধ্যায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG