অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে গ্রিন ও ফ্রি ডেমোক্র্যাটস দলের সাথে সোশ্যাল ডেমোক্র্যাটস দলের জোট গড়ার আলোচনা চলছে


চ্যান্সেলর পদে জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (SPD)'র শীর্ষ প্রার্থী ওলাফ স্ক্লজ পার্টির অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার পর বিবৃতি দিচ্ছেন ৬ই অক্টোবর, ২০২১ ছবি, মিশেল টানটুসি/রয়টার্স
চ্যান্সেলর পদে জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (SPD)'র শীর্ষ প্রার্থী ওলাফ স্ক্লজ পার্টির অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার পর বিবৃতি দিচ্ছেন ৬ই অক্টোবর, ২০২১ ছবি, মিশেল টানটুসি/রয়টার্স

গত মাসে সংসদীয় নির্বাচনে বিজয়ী দল, জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটস বা SPD বুধবার জানায়, যে একটি ক্ষমতাসীন কোয়ালিশন গড়তে তারা দেশটির নির্বাচনের ফলাফলে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছেI

যদিও কোনো চুক্তি এখনো সম্পাদিত হয় নি, তবে এই ঘোষণা SPD নেতা এবং বিদায়ী ভাইস চ্যান্সেলর ওলাফ শোলজকে জার্মানির পরবর্তী সরকার গঠনের খুব কাছেই নিয়ে যাবেI

SPD দল খুব অল্প ব্যবধানে চ্যান্সেলর আঙ্গেলা মারকেলের রক্ষণশীল কনসারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অফ জার্মানি বা CDU কে ২৫. ৭%-২৪.১% ভোটে ২৬শে সেপ্টেম্বরের নির্বাচনে হারিয়ে দেয়। যার কারণে মার্কেলের ক্ষমতাসীন জোটকে সবচাইতে শোচনীয় এক পরাজয় বরণ করতে হয়I

তবে সেই অল্প ব্যবধানের বিজয় এবং সংসদে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় CDU দলের জন্য এক বা একাধিক দলের সঙ্গে জোট গড়ার সুযোগ এনে দিয়েছেI নির্বাচনের অব্যবহিত পর গ্রিনস এবং FDP পার্টি দুটি দলের সঙ্গে বা একে অন্যের সঙ্গে কি ধরণের মীমাংসায় পৌঁছানো যায়, সে ব্যাপারে আলোচনা করতে সম্মত হয়I

দুটি শীর্ষ দল গত সপ্তাহে প্রাথমিক আলোচনার পর, বুধবার গ্রিন পার্টির নেতারা বলেন, শোলজের SPD দলের সঙ্গে আলোচনা সবচাইতে অর্থবহ হতে পারেI গ্রিন পার্টির উপ-নেতা রবার্ট হাবেক সাংবাদিকদের জানান,যদিও এখনো আলোচনার অনেক কিছুই বাকি, তবে গত সপ্তাহের আলোচনায় বড় বড় মিলগুলি আমাদের বোধগম্য হয়েছে, বিশেষত বৃহত্তর সামাজিক নীতির ক্ষেত্রেI

FDP নেতা স্বীকার করেছেন যে বৃহস্পতিবারের মধ্যে তিনপক্ষীয় আলোচনা শুরু হতে পারেI CDU নেতা আরমিন ল্যাসচেত সাংবাদিকদের জানান আরো আলোচনার পথ খোলা আছে, তবে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে দুটি ছোট দলI

স্লোভেনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে সাংবাদিকেরা মার্কেলকে তার দলের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলে, মার্কেল বলেন, "CDU ভোটের খুব ভাল ফলাফল পায় নি"I

XS
SM
MD
LG