অ্যাকসেসিবিলিটি লিংক

জর্জ ফ্লয়েডের জন্য ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে শোকার্ত মানুষেরা জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। এক সপ্তাহের বেশী সময় ধরে বিচার ও পদ্ধতিগত সংস্কারের দাবিতে পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নাগরিক অধিকার নেতা রেভারেন্ড অ্যাল শাপর্টন নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য একটি ব্যক্তিগত অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

শাপর্টন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, "যারা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অসংগত ভাবে নিহত হয়েছে এবং গোঁড়ামি ও বর্ণবিদ্বেষের কারণে অসংগত ভাবে নিহত হয়েছে তাদের দীর্ঘ তালিকা আমাদের কাছে রয়েছ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ফ্লয়েড পরিবার শেষকৃত্য পালন করেছে। ফ্লয়েড-এর ভাই টেরেন্স ফ্লয়েড, ব্রুকলিন-এর বরো-তে অনুষ্ঠিত ঐ শেষকৃত্যে উপস্থিত ছিলেন, যেখানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস এবং কংগ্রেস বিধায়ক ইয়ভেটের ক্লার্কের বক্তব্য রাখার কথা ছিল। যে রাজ্যে ফ্লয়েড জন্মগ্রহণ করেণ, উত্তর ক্যারোলিনায় শনিবার সর্বসাধারনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর হিউস্টনে সোমবার আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ফ্লয়েড তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। ওয়াশিংটনে, সেনেটের ডেমোক্রেট ককাস-এর সদস্যরা বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল-এর ইম্যান্সিপেশন হলে সমবেত হয়ে ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করেন। মিনিয়াপলিসের পুলিশ অফিসার ডেরেক চভিয়ান জর্জ ফ্লয়েডের ঘাড়ে তাঁর হাঁটু চেপে রাখেন ৮ মিনিট ৪৬ সেকেন্ড। এরপরই ফ্লয়েড মারা যান।

XS
SM
MD
LG