অ্যাকসেসিবিলিটি লিংক

প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস দপ্তরে যাওয়া নিয়ে কংগ্রেসে ভিন্ন মত


ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দপ্তরে আমন্ত্রিত হয়ে ৭ জুন বক্তৃতা করতে যাচ্ছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের আদর্শের অনুসারী প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তো অরাজনৈতিক ব্যক্তিত্ব। কাজেই এখন আরএসএস দপ্তরে বক্তৃতা করতে গেলে দলীয় কোনও বিধি লঙ্ঘিত হবে না।

তবু কংগ্রেস দলের মধ্যে প্রবল আলোড়ন- কেমন করে আজীবন কংগ্রেসী প্রণব মুখোপাধ্যায় আরএসএস দপ্তরে যাচ্ছেন? কংগ্রেসের অনেকেই প্রকাশ্যে প্রণববাবুকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করছেন। আবার কেউ বলছেন- মন্দ কি, প্রণববাবু বরং ভিন্ন আদর্শের দলে গিয়ে শুনিয়ে আসুন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার বাণী। আবার কেউবা বলছেন, দেখাই যাক কি বলেন প্রাক্তন রাষ্ট্রপতি, তবেই তো মতামত।

XS
SM
MD
LG