অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত বিরোধ নিয়ে চিন ও ভারত বিতর্ক


গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত বিরোধ নিয়ে যেমন কড়া সুরে কথা বলছিল বেজিং, একেবারে তার বিপরীত নরম সুরে কলকাতায় চিনা কনসাল জেনারেল মা ঝানৌ শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বললেন, চিন ও ভারত তো দুই ভায়ের মতন। জানাচ্ছেন গৌতম গুপ্ত, কলকাতা থেকে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG