অ্যাকসেসিবিলিটি লিংক

শেষ হল অনুর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা


শনিবার রাতে কলকাতার স্টেডিয়ামে অনুর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ভারতে বিশ্ব ফুটবলের প্রথম কার্নিভাল। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারত নিজে তো তিনটি ম্যাচেই হেরে গিয়েছে। ভারতীয়রা আন্তর্জাতিক মানের ধারে কাছেও আসে না। কি লাভ এরকম প্রতিযেগিতার আয়োজন করে? উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভারতও যে সফল ভাবে করতে পারে, তা প্রমাণ হয়ে গেল। ফিফা এতই খুশি যে ভবিষ্যতে বড়দের ফুটবল বিশ্বকাপের আয়োজন ভারতে হতে পারে, তার আশ্বাসও দিয়ে গেলেন তাঁরা। বাঙালিদের কর্ম সংস্কৃতি নিয়ে যতই কলকাতার নিন্দে শোনা যাক না

কেন, এই মহাযজ্ঞ শহরের সব দুর্নাম ঘুচিয়ে দিয়েছে। একেবারে নতুন ভাবে সেজে উঠেছে যুবভারতী স্টেডিয়াম। বিদেশিদের সামনে কলকাতার দর্শকদেরও আচরণে খুঁত ছিল না। আরেকটা লাভ হল, ছোটদের প্রশিক্ষণের গুরুত্বটা বুঝলেন সবাই।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG