অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে রোগী দেখতে ডাক্তার গড়ে সময় দেন ২ মিনিট


ভারতে রোগী দেখতে ডাক্তারবাবুরা গড়ে সময় দেন স্রেফ ২ মিনিট। প্রতিবেশী বাংলাদেশে ৪৮ সেকেন্ড, চিনে ২ মিনিট ও পাকিস্তানে দেড় মিনিট। এই সমীক্ষা চিকিতসা বিষয়ক পত্রিকা `বিএমজে ওপেন`-এর। তুলনায় আমেরিকা, নরওয়ে ও সুইডেনে সময়টা অন্তত ২০ মিনিট। ফলে ভাল করে রোগী দেখবার অবসর না থাকায় রোগ নির্ণয়ে অনেক সময় ভুল হয়ে যায়। ক্ষতি হয় রোগীদের। প্রায়শই অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়, রোগী ও ডাক্তারের মধ্যে সম্পর্ক খারাপ হয়। অথচ, অবহেলা করে ডাক্তারেরা কম সময় দেন, এমন নয়। রোগী ও ডাক্তারের সংখ্যার অনুপাতই এমন যে এর বেশি সময় দেওয়ার অবকাশ নেই।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG