সেই ২০০২ সালের জানুয়ারীতে কলকাতার আমেরিকান সেন্টারে আক্রমণ চালিয়ে প্রহরাররত ৬ পুলিশকর্মীকে খুন করে জঙ্গীরা, আহত হন ১৪ জন। এর পর থেকে কলকাতা বা সারা পশ্চিমবঙ্গের কোথাও জঙ্গী হানা ঘটে নি। তবু সন্ত্রস্ত ও সতর্ক হয়ে থাকে পুলিশ। কেননা, দেখা যাচ্ছে, সরাসরি লক্ষ্য না হোক, এ রাজ্যকে নিরাপদ আশ্রয় মনে করে জঙ্গীরা। ২০১৪-য় বর্ধমানের খাগড়াগড়ে বোমা বানানোর সময় বড় বিস্ফোরণে মারা যায় জঙ্গীরা। তদন্তে বোঝা যায়, রাজ্যে জঙ্গীরা সক্রিয়, যাতায়াত করছে বাংলাদেশী জঙ্গীরাও। মঙ্গলবার কলকাতা রেল স্টেশন থেকে যে ৩ জঙ্গী ধরা পড়ল, তাদেরও ২ জন প্রতিবেশী দেশের। কাজেই গোয়েন্দাদের উদ্বেগ ও সতর্কতা দিনে দিনে বেড়েই চলেছে। ধৃতদের জেরা করে বোঝবার চেষ্টা চলছে, এ রাজ্যে কোনও জঙ্গী আক্রমণের উদ্দেশ্যও কি এদের ছিল?