অ্যাকসেসিবিলিটি লিংক

আজ আফগানিস্তানের প্রেসিডেণ্ট গানি দেখা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট ওবামার সঙ্গে


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি আজ মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন।যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির চেহারাটা কেমন দাঁড়াবে, এরকম সব জিজ্ঞাসা-জল্পনা কল্পনার মাঝখানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রেসিডেন্ট গানি ও তাঁর সঙ্গে ক্ষমতা-শরিকানা সরকারের প্রধা্ন নির্বাহী কর্তা আব্দুল্লা আব্দুল্লা দেখা করেছেন-কথাবার্তা বলেছেন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের সঙ্গে গতকাল সোমবারদিন। পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর সঙ্গেও কথা হয়েছে এবং কেরী বলেছেন, কথাবার্তা হয়েছে ফলপ্রসূ।

এসব আলোচনা কথাবার্তার লক্ষ হলো দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সাধন- গত প্রায় ১৪ বছরে যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে-প্রায় প্রায়ই-সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাইয়ের সময়কালে, বিশেষ করে। সোমবারের আলোচনায় কর্মকর্তারা, নিরাপত্তা বিষয়ে আশরাফ গানির উদ্বেগ-দূশ্চিন্তা নিয়ে আলোচনা করেন। সামনের বসন্তের মাসগুলো নিয়ে চিন্তা তাঁর বেশি। ধারাবাহিকতায় দেখা গিয়েছে-এ সময়টাতেই সাধারনত: তালেবানদের হামলা তত্পরতা দেখা দেয় প্রায় প্রায়ই.

XS
SM
MD
LG