প্রেসিডেন্ট ওবামা আজ সোমবার এ্যালাস্কা যাচ্ছেন – সেখানে গ্লেসিয়ার বা হিমবাহ বা তুষার স্রোত গলনের কারণে যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সুমেরূ অঞ্চলে-বিশ্বব্যাপী জলবায়ুতে, তা নিয়ে আয়োজিত এক সম্মেলনে আলোচনার জন্যে। এই গলন তাবত দুনিয়ার জলবায়ুতে সুদুর প্রসারী কি প্রভাব ফেলছে বা ফেলতে পারে ভবিষ্যতে এবং এই সমস্যার সমাধান কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছেন বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিয BCAS-এর নির্বাহী পরিচালক- পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।